শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মেসেঞ্জারে চ্যাট হেড বন্ধ করবেন যেভাবে

টেকনোলজি ডেস্ক

মেসেঞ্জারে চ্যাট হেড বন্ধ করবেন যেভাবে

যারা মেসেঞ্জার ব্যবহার করেন তাদের কাছে চ্যাট হেড খুবই পরিচিত একটি বিষয়। কারণ ফোনের স্ক্রিনে চোখ দিলেই মেসেঞ্জারে প্রতিনিয়ত আসা মেসেজগুলোকে আমাদের সামনে তুলে ধরে চ্যাট হেড। খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই আপনি মেসেঞ্জারের চ্যাট হেড বন্ধ করতে পারেন।

> এজন্য প্রথমেই মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।

> ওপরে বামপাশের থ্রি ডট-এ ক্লিক করুন।

> এবার সেটিংস অপশনে প্রবেশ করুন।

> সেটিংসের ভিতরে আপনাকে অনেক অপশন দেখাবে। এর মধ্য থেকে চ্যাট হেড অপশনটি খুঁজে নিন এবং ডান পাশের সুইচটি বন্ধ করে দিন।

> তাহলেই আর ফোনের স্ক্রিনে মেসেঞ্জারের চ্যাট হেড দেখাবে না।

পরবর্তী আবারও চ্যাট হেড চালু করতে চাইলে একইভাবে এই অপশনে এসে চ্যাট হেড সুইচ চালু করে দিতে পারবেন।

সর্বশেষ খবর