মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দেখা যাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ

টেকনোলজি ডেস্ক

দেখা যাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ

থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন ডিলিট করা মেসেজ। এটি ট্র্যাক করার জন্য গুগল প্লে স্টোরে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে। ডিলিট করা মেসেজ এই অ্যাপের মাধ্যমে পড়া যাবে। কিন্তু এভাবে মেসেজ পড়লে আপনার ফোনের প্রাইভেসিতে সমস্যা হতে পারে। সাধারণত থার্ড পার্টি অ্যাপে ভাইরাস সমস্যা হতে পারে ফোনে। এই ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। এমন একটি পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে ডিলিট করা মেসেজ পড়ার জন্য আপনার কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না।

অ্যান্ড্রয়েড ফোনে-

>> প্রথমে ফোনের ভার্সন চেক করুন এবং ফোন আপডেটও করুন।

>> এবার ফোনের সেটিংসে যান।

>> তারপর নোটিফিকেশনে যান। সেখান থেকে মোর সেটিংসে আলতো চাপুন।

>> এরপর নোটিফিকেশনস হিস্টোরিতে যান।

>> তারপর পর্দায় দৃশ্যমান টোগল চালু করুন।

এ বোতামটি চালু করার পরে আপনি যখন এই প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করবেন, আপনি ফোনে গত ২৪ ঘণ্টার মধ্যে প্রাপ্ত সমস্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এর মধ্যে মুছে ফেলা মেসেজগুলো অন্তর্ভুক্ত থাকবে। তবে এখানে আপনি ছবি, ভিডিও বা অডিও বার্তা দেখতে পাবেন না। আপনি শুধু টেক্সট মেসেজই দেখতে পারবেন।

সর্বশেষ খবর