শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অ্যাড ব্লকারে স্লো ইউটিউব

টেকনোলজি ডেস্ক

অ্যাড ব্লকারে স্লো ইউটিউব

ইউটিউবে বিজ্ঞাপন-ব্লকার ব্যবহার করেন অনেকে। তবে অ্যাড ব্লকের কারণে যে সমস্যা দেখা দিয়েছে তা হলো-ইউটিউব ভিডিওতে ধীরগতির লোডিংয়ের সম্মুখীন হতে হয় ব্যবহারকারীদের। এ জন্য তাদের অ্যাড ব্লকার টুল সরিয়ে দিতে হবে এবং অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রিমিয়াম প্ল্যান বেছে নিতে হবে। অন্যদিকে, ইউটিউব দাবি করে যে বিজ্ঞাপন-ব্লকার টুল ব্যবহার করে বিজ্ঞাপনগুলোকে ব্লক করা তাদের আয়কে প্রভাবিত করে এবং কনটেন্ট নির্মাতাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতাকে বাধা দেয়। ইউটিউব ব্যবহারকারীদের এ টুলগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে এবং পরিবর্তে প্রিমিয়াম পরিষেবা বেছে নিতে উৎসাহিত করে, যা বিজ্ঞাপন-মুক্ত কনটেন্ট অফার করে। তবে এতে ব্যবহারকারীরা ফ্রিতে বিজ্ঞাপন মুক্ত ইউটিউব ভিডিও দেখতে পারবেন না।

সর্বশেষ খবর