বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ট্রু কলারে গোপন রাখুন নিজের নাম

টেকনোলজি ডেস্ক

ট্রু কলারে গোপন রাখুন নিজের নাম

জনপ্রিয় ট্রু কলার অ্যাপে কাউকে ফাঁকি দিতে চাইলে অ্যাপসের সফটওয়ারে কিছু পরিবর্তন এনে দিন। তাহলে কেউ এ কলার ব্যবহার করলেও আপনার পরিচয় আর জানতে পারবে না। প্রযুক্তিনির্ভর এ যুগে তাই জেনে নিতে পারেন ট্রু কলারে নিজের নাম মুছে ফেলার পদ্ধতি। আসুন তা ধাপে ধাপে জেনে নিই-

১। প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে ট্রু কলার অ্যাপ ইনস্টল করুন।

২। নিজের ফোন নম্বর ব্যবহার করে লগইন করুন।

৩। ট্রু কলার অ্যাপের সেটিংসের ‘প্রাইভেসি সেন্টার’ অপশনে যান।

৪। এখানে ‘ডিঅ্যাক্টিভেট’ নামে একটি অপশন পাবেন। সেটা ট্যাপ করুন।

৫। ব্যস, তাহলেই ট্রু কলার অ্যাপ ব্যববহারকারীরাও আপনার পরিচয় জানতে পারবেন না।

৬। যদি আরও নিশ্চিতভাবে পরিচয় গোপন রাখতে চান তবে ট্রু কলারের ওয়েবসাইটে গিয়ে আইএসডি কোডসহ মোবাইল নম্বর দিন।

৭। এরপর আবার ‘ডিঅ্যাক্টিভেট’ অপশন পাবেন। তা ট্যাপ করুন।

৮। এরপর ট্রু কলার ইনস্টল করা আছে এমন মোবাইলে ফোনকল দিয়ে চেক করে দেখুন। আপনার পরিচয় মোবাইল ডিসপ্লেতে ভেসে ওঠে কিনা।

৯। দ্রুতই দেখবেন, ট্রু কলার আর আপনার পরিচয় দেখাতে পারছে না। তারপরও যদি ট্রু কলারে আপনার নাম দেখতে পান তবে বিচলিত হবেন না। এটি ক্যাশে মেমোরির কারণে হয়ে থাকে। কিছু দিন অপেক্ষা করুন। রিফ্রেশ দিন মোবাইলে।

১০। সর্বোচ্চ এক সপ্তাহ অপেক্ষা করে আবার ফোনকল দিয়ে চেক করুন। দেখবেন, কোনোভাবেই আর আপনার পরিচয় দেখাচ্ছে না ট্রু কলার অ্যাপ।

সর্বশেষ খবর