সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঈদে গ্রামীণফোনের অ্যাক্সেসপ্যাক

ঈদে গ্রামীণফোনের অ্যাক্সেসপ্যাক

একটা সময় ঈদে আপনজনদের নিয়ে ঘরে বসে টিভি দেখা হতো। টিভি চ্যানেলগুলোয় চলত পাঁচ-সাত দিনব্যাপী অনুষ্ঠান। কালের বিবর্তনে বিনোদনের মাধ্যম হিসেবে ক্যাবল টিভি জায়গা করে নিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম এবং এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ঈদকে কেন্দ্র করে ঢেলে সাজিয়েছে নতুন নতুন আয়োজনে। কিন্তু এত সব আয়োজনের ভিড়ে কোনটা রেখে কোনটা দেখবেন! সমাধান দিচ্ছে গ্রামীণফোনের Play Pack সাবস্ক্রিপশন। ফলে আলাদাভাবে এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই। ফলে মাসব্যাপী উপভোগ করা যাবে পছন্দের সব মুভি-সিরিজ। গ্রামীণফোন গ্রাহকরা MyGP অ্যাপ থেকে ৪টি ভিন্ন ভিন্ন Play Pack বান্ডেল সাবস্ক্রিপশন নিতে পারেন। যার মধ্যে রয়েছে ৬৭ টাকা, ৮৮ টাকা, ১১৭ টাকা এবং ১৫৭ টাকার বান্ডেল প্যাক। এ ছাড়াও, আপনি চাইলে নিজেও MyGP অ্যাপের মাধ্যমে বানিয়ে নিতে পারেন পছন্দের Play Pack যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই।

সর্বশেষ খবর