শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

আরও স্মার্ট নোটপ্যাড

টেকনোলজি ডেস্ক

আরও স্মার্ট নোটপ্যাড

মাইক্রোসফট তাদের নোটপ্যাডে স্পেলচেক ও অটো-কারেক্ট ফিচার যুক্ত করছে। উইন্ডোজ ১১-এর ক্যানারি ও ডেভ চ্যানেল দিয়ে আসা আপডেটে নতুন এই ফিচার পাওয়া যাবে। কোনো ভুল শব্দ লিখলেই তার নিচে লাল দাগ দেখা যাবে। সঠিক শব্দ জানার জন্য শুধু ওই শব্দের ওপর ট্যাপ করলেই হবে। স্পেল সাজেশন দেওয়া হবে।

ব্যবহারকারীরা অবশ্য ঐ সঠিক সাজেশন এড়াতেও পারবেন। শুধু ডিকশনারি আপডেট করে দিলেই হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে এই ফিচারটি কিছু ফাইলের ক্ষেত্রে চালু করা হয়েছে। তবে কোডিংয়ের সঙ্গে সম্পৃক্ত ফাইলের ক্ষেত্রে তা ডিফল্ট আকারে অফ করা আছে। এত দেরিতেই বা কেন এই ফিচারটি যুক্ত করা হয়েছে সেটি বড় প্রশ্ন অবশ্যই। নোটপ্যাড একটি টেক্সট এডিটর যেটি এত ভারী কিছু নয়। সিম্পল টেক্সট অ্যাপ হিসেবেও এর রয়েছে বাড়তি আবেদন। নোটবুক পূর্ণ ওয়ার্ড প্রসেসর কখনই ছিল না। তবে ২০২১ সাল থেকেই বড়সড়ো পরিবর্তন আসতে শুরু করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর