’৬০-এর দশকের পর বিশ্ববাসী দেখেছে চীন-জাপান শিল্পবিপ্লব। প্রচুর কারখানা তৈরি হচ্ছিল, সেখানে তৈরি হচ্ছিল প্রচুর ডিজিটাল পণ্য। এত এত পণ্যের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং সমন্বয় ছিল কষ্টসাধ্য একটি কাজ। তখন এসব তথ্য ম্যানুয়ালি ইনপুট করা হতো। যার ফলে আলাদা করে প্রচুর সময় ব্যয় হচ্ছিল। ততদিনে যুক্তরাষ্ট্রে বারকোডের আবিষ্কার হয়ে গেছে। বারকোড স্ক্যান করেও তথ্য সংগ্রহ করা সম্ভব…