সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

পরমাণু ব্যাটারি : চলবে ৫০ বছর!

পরমাণু ব্যাটারি : চলবে ৫০ বছর!

নতুন উদ্ভাবন নিয়ে এসেছে চীন। তারা এমন এক ধরনের ব্যাটারি তৈরি করেছে, যা নিউক্লিয়ার বা পরমাণু ব্যাটারি হিসেবে পরিচিত। বলা হচ্ছে, এ ব্যাটারিতে একবার চার্জেই ফোন চলবে ৫০ বছর। নতুন এ উদ্ভাবন করেছে বেইজিংভিত্তিক কোম্পানি বিটাভোল্ট। সংস্থাটি জানিয়েছে, পরমাণু শক্তি ব্যবহার করে পরমাণু ব্যাটারি তৈরি করতে সক্ষম হয়েছে তারা। যা বিশ্বে প্রথম। প্রতিবেদন মতে, ধাতব মুদ্রার আকৃতির চেয়ে ছোট মডিউলের মধ্যে ৬৩টি পরমাণু আইসোটোপ বসিয়ে এ ব্যাটারি তৈরি করা হয়েছে। ব্যাটারি কীভাবে কাজ করে সে ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষয়িষ্ণু আইসোটোপ যে শক্তি নির্গত হয় একটি প্রক্রিয়ার মাধ্যমে সেই শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করার মাধ্যমে এটি কাজ করে। এ প্রক্রিয়া গত শতকে প্রথম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। প্রতিষ্ঠানের দাবি, এ ব্যাটারিতে আগুন ধরবে না। আঘাত বা গুলিতেও বিস্ফোরিত হবে না। যা হবে পরবর্তী প্রজন্মের ব্যাটারি। বিটাভোল্ট বলেছে, প্রকল্পটি এরই মধ্যে পাইলট পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছে। পরীক্ষা শেষে ফোন ও ড্রোনের জন্য ব্যাপকভাবে উৎপাদন করা হবে। এমনকি অন্যান্য যন্ত্রেও এ ব্যাটারি ব্যবহার করা যাবে।

সর্বশেষ খবর