শিরোনাম
সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

স্বাভাবিক হচ্ছে গ্রাফিকস কার্ডের বাজার

স্বাভাবিক হচ্ছে গ্রাফিকস কার্ডের বাজার

 চিপ সংকট, কভিড-১৯ মহামারি, সরবরাহ চেইনের সমস্যার কারণে দীর্ঘদিন অস্থিতিশীল পরিস্থিতিতে থাকার পর গ্রাফিকস কার্ডের বৈশ্বিক বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। মাইনিং কার্যক্রম বন্ধের পর থেকে বিশ্বের গ্রাফিকস কার্ডের সরবরাহ বাড়ছে এবং দামও কমছে। দ্য ভার্জের তথ্যানুযায়ী, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) স্টক স্বাভাবিক হচ্ছে এবং তারা দাম পুনর্মূল্যায়নের বিষয়ে ভাবছে। প্রযুক্তিবিদ, বিশ্লেষক ও গবেষকদের মতে, সামনের মাসগুলোয় জিপিইউ খাতে বড় ধরনের কোনো সংকটাবস্থা তৈরি হবে না। কেননা প্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ উপাদানের মাধ্যমে জিপিইউ উৎপাদন ও সরবরাহ করছে। অন্যদিকে ২০২২ সালের জুনে টমস হার্ডওয়্যার জানায়, আগের তুলনায় বর্তমানে গ্রাফিকস কার্ডের চাহিদা তুলনামূলকভাবে কম এবং বর্তমানে এর সরবরাহ ও স্টক অনেক বেশি। ইবেতে এনভিডিয়া আরটিএক্স ৩০৯০ টিআইয়ের গড় মূল্য ২ হাজার ৩০০ ডলার, যা উৎপাদনকারীদের নির্ধারিত দামের কাছাকাছি। তবে প্রথম যখন এটি বাজারজাত করা হয়, তখন এটি দামের প্রায় দ্বিগুণ ছিল।

সর্বশেষ খবর