সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

অপেরা ব্রাউজারে গুগল এআই মডেল

অপেরা ব্রাউজারে গুগল এআই মডেল

অপেরার আরিয়া ব্রাউজারের এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবটে গুগলের জেমিনি এআই মডেল যুক্ত করতে যাচ্ছে। এ জন্য গুগল ক্লাউডের সঙ্গে একটি অংশীদারির ঘোষণা দিয়েছে কোম্পানিটি। আরিয়া হলো অপেরার এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট, যা প্রশ্নের উত্তর দিতে, প্রোগ্রামিং কোড লিখতে ও ইমেজ জেনারেট করতে একাধিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে থাকে। যা ডেস্কটপ এবং অ্যান্ডরয়েডের পাশাপাশি আইওএস প্ল্যাটফরমেও ব্যবহার করা যায়। নতুন এআই ফিচার ইমেজ জেনারেশন, উত্তর দেওয়ার সক্ষমতা, টেক্সট প্রম্পট থেকে ছবি তৈরি; এমনকি টেক্সট প্রতিক্রিয়া দেওয়ার সময় চ্যাটজিপিটির মতো পড়েও শোনাতে পারবে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ব্যবহারের পরিবর্তে অপেরার আরিয়া মাল্টি-এলএলএম কম্পোজার ইঞ্জিন ব্যবহার করছে। গুগলের জেমিনি ছাড়াও মেটা, মিস্ট্রাল এআইসহ আরও ৫০টি এআই মডেল এলএলএম সঙ্গে কাজ করছে অপেরার আরিয়া।

সর্বশেষ খবর