রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

অ্যাপ ইনস্টলের মাধ্যমে যেভাবে হারানো ডিভাইস ফিরে পাবেন

অ্যাপ ইনস্টলের মাধ্যমে যেভাবে হারানো ডিভাইস ফিরে পাবেন

যে কোনো সময় স্মার্টফোনের পাশাপাশি ব্লুটুথ ইয়ারবাড এবং পিক্সেল ওয়াচও ট্র্যাক করতে পারবেন। এমনকী সংস্থার ট্যাবেও ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ইনস্টল করা যাবে। ভুলবশত স্মার্টফোন হারানো কিংবা খোয়া গেলে দারুণ কাজে আসবে এই অ্যাপ।

 

যেভাবে ফাইন্ড মাই ডিভাইস সেট করবেন :

♦  গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ‘Find My Device’।

♦  অ্যাপটি ইনস্টল, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।

♦  এটি ব্যবহারের জন্য ফোনের লোকেশন সর্বদা অন রাখতে হবে।

♦  লোকেশন ট্র্যাকের মাধ্যমে ফোনটি কোথায় আছে জেনে যাবেন।

♦  পাশাপাশি একটি এলার্ট সিস্টেমও রয়েছে।

♦  ফোন হারিয়ে গেলে তা অন করলে একটি সাউন্ড বাজতে থাকবে। যা শুনে ফোনের খোঁজ পেতে পারেন।

♦  যে ফোন হারিয়ে ফেলেছেন তার লক স্ক্রিনের ওপরেই মেসেজ ও ফোন নম্বর পাঠাতে পারেন। এর ফলে যে কেউ ফোনটি খুঁজে পাবেন তার যোগাযোগ করতে সুবিধা হবে।

সর্বশেষ খবর