রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

ঘনিষ্ঠ বন্ধুদের জন্য ইনস্টাগ্রামের লাইভস্ট্রিম

ঘনিষ্ঠ বন্ধুদের জন্য ইনস্টাগ্রামের লাইভস্ট্রিম

শুধু ঘনিষ্ঠ বন্ধুদের জন্য লাইভস্ট্রিমের সুবিধা এনেছে ইনস্টাগ্রাম। নতুন ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড অন লাইভ’-এর মাধ্যমে ব্যবহারকারী সর্বোচ্চ তিন বন্ধুর সঙ্গে লাইভে যেতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে,  ফিচারটি তাৎক্ষণিকভাবে বন্ধুদের সর্বশেষ অবস্থা, ঘুরতে যাওয়ার পরিকল্পনা, কিংবা মিম শেয়ার বা বাসার কাজ একত্রে করার সুবিধা দেবে। ২০১৬ সালে ইনস্টাগ্রাম প্রথম লাইভ ব্রডকাস্ট চালু করে। তখন থেকে এটি সবার জন্য উন্মুক্ত। এখন অনেক সেলিব্রিটিও ‘লাইভ ব্রডকাস্ট’ করেন। যার মাধ্যমে সেলেবরা তাদের ভক্তকুলের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। তবে সব ফলোয়ারের জন্য লাইভে যাওয়া নিয়মিত ব্যবহারকারীদের জন্য ফলপ্রসূ নাও হতে পারে। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের লাইভ কে কে দেখতে পারবেন, তা নিয়ন্ত্রণ করতে পারবেন। ভার্চুয়াল বন্ধুত্বের বাইরে বাস্তব জীবনে গুরুত্ব দিয়েই যাত্রা শুরু করেছিল ইনস্টাগ্রাম, কিন্তু সেই ঐতিহ্য হারিয়ে এটি সেলিব্রিটিপ্রধান মাধ্যমে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর