সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

স্মার্টফোনে ছবি থাকুক

টেকনোলজি ডেস্ক

স্মার্টফোনে ছবি থাকুক

অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফটোজ অ্যাপ ও ফোন গ্যালারির মাধ্যমে ব্যক্তিগত ছবি লুকিয়ে রাখা যায়। ব্যক্তিগত ছবি লুকিয়ে রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে, এরপর নিচে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করে ‘ইউটিলিটিস’ অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় স্ক্রল করে ‘লকড ফোল্ডার’ নির্বাচনের পর আঙুলের ছাপ দিয়ে নিচে থাকা ‘গ্যালারি প্লাস’ আইকনে ট্যাপ করলেই ছবির তালিকা দেখা যাবে। এরপর এক বা একাধিক ব্যক্তিগত ছবি নির্বাচন করে ওপরে থাকা ‘মুভ’ বাটনে ট্যাপ করে আবার আঙুলের ছাপ দিলে একটি পপআপ বার্তা দেখা যাবে। তারপর বার্তায় থাকা তথ্য নিশ্চিত করে আবার ‘মুভ’ বাটনে ট্যাপ করে ‘অ্যালাউ’ নির্বাচন করলেই নির্দিষ্ট ছবিগুলো লক ফোল্ডারে জমা হবে। পরে সময়ে শুধু আঙুলের ছাপ দিয়ে লক ফোল্ডারে থাকা ছবিগুলো দেখা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা নির্দিষ্ট ছবি লুকিয়ে রাখার জন্য প্রথমে গ্যালারি অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর যে সব ছবি লুকিয়ে রাখতে হবে, সেগুলো নির্বাচন করে নিচে থাকা ‘মোর’ অপশনে ট্যাপ করতে হবে। প্রদর্শিত অপশন থেকে ‘মুভ টু সিকিউর’ ফোল্ডার নির্বাচন করলেই ছবিগুলো আলাদা ফোল্ডারে চলে যাবে, যা অন্য কেউ দেখতে পারবে না।

সর্বশেষ খবর