বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

যে পরিবর্তন আনছে নেটফ্লিক্স

টেকনোলজি ডেস্ক

যে পরিবর্তন আনছে নেটফ্লিক্স

নেটফ্লিক্স উইন্ডোজ ১১ এবং উইন্ডোজ ১০ অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করছে, এটি একটি আপডেটেড ওয়েব অ্যাপ দিয়ে প্রতিস্থাপিত হতে পারে। যদিও আসন্ন উইন্ডোজ অ্যাপ আরও উন্নত ভিডিও স্ট্রিমিং এবং লাইভ ইভেন্টগুলো অ্যাক্সেস করার অফার দেবে, তবে দেখে মনে হচ্ছে স্ট্রিমিং জায়ান্ট অফলাইনে দর্শকদের শো দেখার সুবিধা বন্ধ করছে। এখনো পর্যন্ত উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১-এর জন্য নেটফ্লিক্স অ্যাপের বর্তমান ভার্সন ব্যবহারকারীদের তাদের প্রিয় শোগুলো ১০৮০পি (ফুলএইচডি) পর্যন্ত ডাউনলোড করার সুযোগ দেয়। তবে এই ওয়েবসাইটে একটি নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে যে, এই অ্যাপে আর ডাউনলোডগুলোর সাপোর্ট থাকবে না। একটি সাপোর্টিভ ডিভাইসে অফলাইনে টিভি শো এবং চলচ্চিত্র আর দেখতে পাবেন না দর্শকরা। এর মানে হলো ডাউনলোড শিগগিরই শুধু মোবাইল এবং ট্যাবলেটগুলোতেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ নেটফ্লিক্সের কোনো সিরিজ বা ভিডিও ডাউনলোড করতে হলে ফোন থেকে করতে পারবেন। উইন্ডোজের জন্য আপডেট করা নেটফ্লিক্স অ্যাপটি ‘অ্যাড-সাপোর্টিভ’ লেভেলকেও সাপোর্ট করবে, যা ব্যবহারকারীদের স্ট্যান্ডার্ড প্ল্যানের তুলনায় অনেক কম দামে স্ট্যান্ডার্ড কনটেন্ট ও অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়াও লাইসেন্স সংক্রান্ত সমস্যার কারণে এ টায়ারে কিছু টাইটেলও অনুপলব্ধ থাকবে।

সর্বশেষ খবর