সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

১০ সেকেন্ডেই ৩০০ কিলোমিটার!

১০ সেকেন্ডেই ৩০০ কিলোমিটার!

বিশ্ববাজারে নতুন হাইপার কার এনেছে গাড়ি নির্মাতা কোম্পানি বুগাটি। কোম্পানিটির নতুন মডেলটির নাম রাখা হয়েছে ট্যুরবিলন। গাড়িটির বড় বিশেষত্ব হলো- এর শক্তিশালী ১৮০০ হর্স পাওয়ারের (এইচপি) ইঞ্জিন। বুগাটি ট্যুরবিলনের নকশা অনেক বেশি আধুনিক। হাইপার কারটির সামনে লাইটিংয়ে থাকছে নতুনত্ব। গাড়ির ভিতরে সম্পূর্ণ নতুন কেবিন এবং ড্যাশবোর্ড লেআউট দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই ক্লাস্টারটি ৬০০টিরও বেশি অংশ দিয়ে তৈরি। টাইটানিয়ামের পাশাপাশি ব্যবহার করা হয়েছে নীলকান্তমণি এবং রুবি পাথর। সেন্টার কনসোলটি পলিশ করা অ্যালুমিনিয়াম এবং ক্রিস্টাল গ্লাসে তৈরি। গাড়িতে আছে ৮.৩-লিটার ভি১৬ হাইব্রিড ইঞ্জিন। আইস ইঞ্জিন একাই ১০০০এইচপি এবং ৯০০এনএম টর্ক জেনারেট করে। ইঞ্জিনের সঙ্গে তিনটি বৈদ্যুতিক মোটর সংযুক্ত করা হয়েছে। বুগাটির দাবি, গতি ০ থেকে ২৯৯ কিমি উঠতে মাত্র ১০ সেকেন্ড সময় নেয় ট্যুরবিলন।

সর্বশেষ খবর