সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

গুগল ট্রান্সলেটে আরও ১১০ ভাষা

গুগল ট্রান্সলেটে আরও ১১০ ভাষা

ভাষান্তর থেকে উচ্চারণ শেখা, গুগল ট্রান্সলেট এক্ষেত্রে অনন্য। এবার প্ল্যাটফরমটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে আরও ১১০টি নতুন ভাষা যুক্ত করেছে। এর মধ্যে ক্যান্টোনিজ, পাঞ্জাবি (শাহমুখী) উল্লেখযোগ্য। গুগলের তথ্যানুযায়ী, মোট ভাষার এক-তৃতীয়াংশ এসেছে আফ্রিকা থেকে। এসব ভাষায় কথা বলা জনগোষ্ঠীর সংখ্যা ৬১ কোটি ৪০ লাখের বেশি। প্রযুক্তি জায়ান্টটির মতে, এএলএম ও পিএএলএম ট্যুর কারণে নতুন ভাষাগুলো সহজে যুক্ত করা সম্ভব হয়েছে। গুগল ট্রান্সলেটের দীর্ঘ এ পথচলা থেকে জানা গেছে, ২০০৬ সালের এপ্রিলে যখন যাত্রা শুরু হয় তখন ইংরেজি থেকে শুধু আরবি, চীনা ও রাশিয়ান ভাষায় অনুবাদ করা যেত। পরবর্তীতে ১০৩টি ভাষা অনুবাদ করা সম্ভব হয়। আর আজকের দিনে এসে গুগল ট্রান্সলেটের পরিধি আরও বহুগুণ বেড়েছে। কর্তৃপক্ষের জানিয়েছে, গুগল ট্রান্সলেটকে কীভাবে আরও জনপ্রিয় করা যায় প্রতিনিয়ত সে বিষয়ে কাজ করা হচ্ছে।

সর্বশেষ খবর