শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে ভয়েস নোট থেকে টেক্সট

টেকনোলজি ডেস্ক

হোয়াটসঅ্যাপে ভয়েস নোট থেকে টেক্সট

ওয়েবিটাইনফোর রিপোর্টে বলা হয়েছে, এবার তা অ্যান্ড্রয়েডেও চালু করার কথা ভাবা হচ্ছে। সে জন্য ব্যবহারকারীদের ১৫০ এমবি অ্যাপ  ডাটা ডাউনলোড করে নিতে হবে। ‘স্পিচ রিকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের চেহারা দেবে নয়া ফিচার।

 

এখন ভয়েস নোটগুলো টেক্সটে রূপান্তর করে দেবে হোয়াটসঅ্যাপ। এর সাহায্যে ভয়েস নোটের লিখিত প্রতিলিপি তৈরি হয়ে যাবে। ফলে যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লেখ্য রূপ দেখে নিতে পারবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে আইফোন বিটার আপডেটে নতুন ফিচারটির দেখা মিলেছে। ওয়েবিটাইনফোর রিপোর্টে বলা হয়েছে, এবার তা অ্যান্ড্রয়েডেও চালু করার কথা ভাবা হচ্ছে। সে জন্য ব্যবহারকারীদের ১৫০ এমবি অ্যাপ ডাটা ডাউনলোড করে নিতে হবে। ‘স্পিচ রিকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের চেহারা দেবে নয়া ফিচার। এক্ষেত্রে শুধু ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে। এখন পর্যন্ত পাঁচটি ভাষায় এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। সেগুলো হচ্ছে- হিন্দি, ইংরেজি, রুশ, স্প্যানিশ ও পর্তুগিজ। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে বাংলা বা অন্য স্থানীয় ভাষাও ব্যবহার করা যেতেই পারে। এ ছাড়া সম্প্রতি নতুন আরও বেশ কয়েকটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ভিডিও কলিং ফিচারটিরও আপডেট এনেছে মেটার মালিকানাধীন সংস্থাটি। যার ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে।               

সর্বশেষ খবর