শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

যে কারণে ৭১ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ হোয়াটসঅ্যাপে

টেকনোলজি ডেস্ক

যে কারণে ৭১ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ হোয়াটসঅ্যাপে

নিয়ম ভঙ্গ করলে অ্যাকাউন্ট বন্ধ করছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা হোয়াটসঅ্যাপের। ভারতে ৭১ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ বজায় রাখতে অ্যাকাউন্টগুলোকে নিষিদ্ধ করেছে। এই অ্যাকাউন্টগুলো সংস্থার নিয়মের পক্ষে বেমানান এমন কিছু আচরণের সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে রয়েছে স্প্যাম মেসেজ, থ্রেট বা ভুল তথ্য ছড়ানো। মেটা-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ প্রকাশ করেছে যে এটি অপব্যবহার রোধ করতে এবং প্ল্যাটফরমের অখন্ডতা বজায় রাখতে ১ এপ্রিল, ২০২৪ এবং ৩০ এপ্রিল, ২০২৪-এর মধ্যে প্রায় ৭১ লাখ ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, ব্যবহারকারীরা নিয়ম লঙ্ঘন করতে থাকলে এটি নিষেধাজ্ঞা কার্যকর করা চালিয়ে যাবে। হোয়াটসঅ্যাপ ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে মোট ৭১ লাখ ৮২ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এর মধ্যে, ১৩ লাখ ২ হাজার অ্যাকাউন্ট ব্যবহারকারীর কাছ থেকে প্রতিবেদনের আগেই সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এই সক্রিয় পদক্ষেপ সংস্থার বৃহত্তর কৌশলের অংশ। যাতে হোয়াটসঅ্যাপ অপব্যবহার রোধ করা যায়। অপব্যবহার, সন্দেহজনক আচরণের ধরন ইত্যাদি শনাক্ত করতে কোম্পানি উন্নত মেশিন লার্নিং এবং ডাটা বিশ্লেষণ ব্যবহার করে।

সর্বশেষ খবর