শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কৌশল

টেকনোলজি ডেস্ক

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কৌশল

>> আপনার পছন্দমতো গানে নয়, ইনস্টাগ্রামে সেই সব গানে রিল তৈরি করুন, যা সেই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে। তবে কেবল গানেই হবে না, আপনার কনটেন্টও ভালো হতে হবে।

>> বাংলার পাশাপাশি হিন্দি, ইংরেজি গানে রিল তৈরি করলে আপনার রিল অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। ফলে আপনার অনুগামীর সংখ্যাও বাড়বে। যে সব সুর খুব ট্রেন্ডিং, তার ওপরও রিল বানাতে পারেন। সেই রিল তথ্যমূলকও হতে পারে, আবার বিনোদনমূলকও হতে পারে।

>> আপনি যখন কোনো তথ্যমূলক ভিডিও শুট করবেন, তখন ভিডিওতে ক্যাপশন ব্যবহার করুন। ভিডিওতে পয়েন্ট করে ক্যাপশন লেখা থাকলে দর্শক সেটি বেশি পছন্দ করে।

>> ইনস্টাগ্রাম সেই ভিডিওগুলোকে বেশি বুস্ট করে, যেগুলোতে ইনস্টাগ্রামের সব ফিচার ব্যবহার করা হয়। ফলে ভিডিওতে পোল, এসএফএক্স, ফিল্টার, গান, ক্যাপশন, স্টিকার বেশি করে ব্যবহার করুন। আপনার রিলেও বেশি ভিউ আসবে। কেবল ইনস্টাগ্রামেই নয়, ফেসবুকেও রিলগুলো শেয়ার করুন।

 

>> অনেকেই মনে করেন, ভিডিওর মান যত ভালো হবে, ততই ভিউ আসবে। আর সেই ভিডিও ততই ভাইরাল হবে। তবে একটু বুদ্ধি খরচ করলে বুঝতে পারবেন, ভালো ভিডিওর থেকেও বেশি সংখ্যায় ভিডিও দেওয়ার ওপর মন দিলে আপনার ভিউ বাড়বে। রোজ একটি করে রিল দিতেই হবে। যত ভিডিও দেবেন, ততই রিচ বাড়বে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের।              

সর্বশেষ খবর