বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফেসবুক রিলস দেখতে না চাইলে

টেকনোলজি ডেস্ক

ফেসবুক ফিডে রিলস কম দেখতে চাইলে ফেসবুকে প্রবেশ করতে হবে। এরপর রিলস অপশনে গিয়ে রিলসের ডানদিকের কর্নারে থাকা থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করলে কয়েকটি অপশন আসবে। এখানে থাকা হাইড অপশন নির্বাচন করতে হবে। নিজের পোস্ট করা রিলস হাইড বা রিমুভ করতে চাইলে সেটিও করতে পারবেন। এ জন্য ফেসবুকের রিলস অপশনে গিয়ে ক্রিয়েট রিল অপশনে ট্যাপ করুন। রিল তৈরি করে নিউ রিল পেজে যেতে হবে। এবার হু ক্যান সি দিজ অপশন নির্বাচন করে অডিয়েন্স নির্বাচন করুন। রিল অডিয়েন্স পেজ থেকে কাদের সঙ্গে রিল শেয়ার করতে চান সেটিও নির্দিষ্ট করে দিতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর