শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে অনুবাদ সুবিধা

টেকনোলজি ডেস্ক

হোয়াটসঅ্যাপে অনুবাদ সুবিধা

হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট অপশন ব্যবহার করে নির্দিষ্ট ভাষায় মেসেজ অনুবাদ করা যাবে। অ্যান্ড্রয়েড ২.২৪.১৫.৯ হালনাগাদের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে চ্যাট অনুবাদ করার সুবিধা নিয়ে পরীক্ষামূলক কাজ করা হয়। এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে তাঁর পছন্দের ভাষা বেছে নিতে হবে। এরপর নির্বাচিত ভাষা অনুযায়ী মেসেজ অনূদিত হয়ে তা দেখা যাবে। প্রাথমিকভাবে ইংরেজি, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, রুশ ও হিন্দি ভাষায় মেসেজ অনুবাদ করা যাবে। ধারণা করা হচ্ছে, যে সুবিধাটি চালু হলে আরও নতুন ভাষা যুক্ত হতে পারে। এসব অনূদিত বার্তা ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেড’ থাকবে।

সর্বশেষ খবর