শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

প্লে-স্টোর থেকে নিম্নমানের অ্যাপ সরিয়ে ফেলবে গুগল

প্লে-স্টোর থেকে নিম্নমানের অ্যাপ সরিয়ে ফেলবে গুগল

এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলোয় গ্রাফিক্সের ব্যবহার যথেষ্ট কম।  অথবা অ্যাপগুলো আদতে সেরকম কোনো কাজের নয়, নেই তেমন কোনো তথ্য। এ ধরনের অ্যাপও ডিলিট করবে গুগল।

 

‘স্প্যাম অ্যান্ড মিনিমাম ফাংশনালিটি’ নীতি হালনাগাদ করছে টেক জায়ান্ট গুগল। এ নীতির অধীনে প্লে-স্টোরে থাকা অ্যাপগুলোর উচ্চ মানদন্ড ও ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করা হবে। যেসব অ্যাপ মানদন্ডের শর্ত পূরণে ব্যর্থ হবে সেগুলো সরিয়ে ফেলা হবে। কিছু অ্যাপ আছে যেগুলোয় শুধু লেখা বা পিডিএফ ফাইল থাকে। অথবা এসব অ্যাপে কনটেন্টের পরিমাণ বেশ কম। এতে অ্যাপের বৈচিত্র্য নষ্ট হয়। এ রকমটা হলে প্লে-স্টোর থেকে অ্যাপ ডিলিট করবে গুগল। অন্যদিকে কোনো অ্যাপ থেকে যদি ব্যবহারকারী উপযুক্ত অভিজ্ঞতা না পান তাহলেও ডিলিট করা হবে। এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলোয় গ্রাফিক্সের ব্যবহার যথেষ্ট কম। অথবা অ্যাপগুলো আদতে সে রকম কোনো কাজের নয়, নেই তেমন কোনো তথ্য। এ ধরনের অ্যাপও ডিলিট করবে গুগল।

সর্বশেষ খবর