শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েডে ফাইল পাঠাবেন যেভাবে

উইন্ডোজ থেকে যে কোনো ফাইল দ্রুত অ্যান্ড্রয়েড ডিভাইসে পাঠানো যাবে। উইন্ডোজ-১১ বেটা চ্যানেল এখন উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের সদস্যদের জন্য বরাদ্দ। ঝামেলাহীন যে কোনো ফাইল দ্রুত উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে পাঠানো যাবে। সে জন্য পদ্ধতি জানা জরুরি। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ‘মাই ফোন’ অপশনের মাধ্যমে। উইন্ডোজ সার্চ অপশনের সুবিধা এখনই পাওয়া যাবে না। আবার মাই ফোন অ্যানেবেল না করলে ফাইল শেয়ারও করা যাবে না।

উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার ফিচারের সুবিধা নিতে অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে উইন্ডোজ সংযুক্ত (পেয়ার) করতে হবে, যা হবে অ্যান্ড্রয়েড ডিভাইসে উইন্ডোজ অ্যাপ ও পার্সোনাল কম্পিউটারে ফোন লিঙ্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যখনই দুই ডিভাইস সংযুক্ত হয়ে যাবে, ঠিক তখনই মাই ফোন অপশন চলে আসবে উইন্ডোজ শেয়ার ট্যাবে। তখন থেকেই দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবেন। সময়ের প্রয়োজনে স্মার্টফোন থেকে ল্যাপটপ বা পিসিতে সব ধরনের ফাইল স্থানান্তরে ঘাটতি ছিল। সে সমস্যা দূর করে সহজেই ফাইল স্থানান্তরে উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েড সারা বিশ্বের প্রযুক্তি চর্চায় আনবে নতুন মাত্রা।

সর্বশেষ খবর