শিরোনাম
সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ল্যাপটপ চার্জ না হলে

টেকনোলজি ডেস্ক

ল্যাপটপ চার্জ না হলে

বাসায় ল্যাপটপে চার্জজনিত কোনো সমস্যা হলে এ উপায়গুলো ফলো করতে পারেন-

সাধারণ সমস্যা : চার্জ না হওয়ার পেছনে সবচেয়ে সাধারণ ভুল হলো পাওয়ার অ্যাডাপ্টারে প্লাগ ইন করা হয়েছে কি না বা সুইচ চালু করা হলো কি না। বেশির ভাগ ক্ষেত্রে এ ভুল অনেকেই করে থাকেন। এ ছাড়াও ল্যাপটপের চার্জিং পোর্টে চার্জিং পিনটি প্লাগ করেছেন কি না সেটি চেক করতে হবে।

চার্জার চেক : অনেক সময় চার্জার ঠিকমতো কাজ করে না। তাই ল্যাপটপ ও পাওয়ার আউটলেটে চার্জারটি সঠিকভাবে প্লাগ করা আছে কি না তা নিশ্চিত করতে হবে।

চার্জিং পোর্ট পরীক্ষা : চার্জিং পোর্টও ল্যাপটপের চার্জ না হওয়ার কারণ হতে পারে। তাই চার্জিং পোর্টে কোনো ময়লা আছে কি না দেখে নিতে হবে। যদি সেটি হয়, নরম-ব্রিস্টেড ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পোর্ট খারাপ হয়েছে কি না তাও চেক করতে হবে।

ব্যাটারি নষ্ট : ল্যাপটপের ব্যাটারি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হয়। তাই ল্যাপটপ যদি কয়েক বছর পুরনো হয়, সম্ভাবনা রয়েছে যে ব্যাটারিটি আর চার্জ নিতে পারছে না। সেক্ষেত্রে ব্যাটারি পাল্টে নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর