শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইন্টারনেট ছাড়াই চলবে জিমেইল!

টেকনোলজি ডেস্ক

ইন্টারনেট ছাড়াই চলবে জিমেইল!

এখন থেকে অফলাইন মোডে পাওয়া যাবে গুগলের ফ্রি ইমেইল পরিষেবা জিমেইল। এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহারকারীরা মেইল পড়তে পারবেন, উত্তর দিতে পারবেন, সার্চ করে পুরনো মেসেজও খুঁজতে পারবেন। দুর্বল ইন্টারনেট সংযোগের এলাকার ব্যবহারকারীদের জন্য এ সেবা এনেছে গুগল। ইন্টারনেট সংযোগ ছাড়াই এই লিঙ্কে (mail.google.com) প্রবেশ করে ব্যবহারকারীরা মেইল পড়তে ও উত্তর দিতে পারবেন। জিমেইলের লিঙ্কি ক্রোম ব্রাউজারে বুকমার্ক করে রাখতে হবে। cnhfdt crck জিমেইলের অফলাইন সেটিংস অপশনে যেতে হবে। এরপর ‘এনাবল অফলাইন মেইল’ অপশন দেখুন। কত দিনের মেসেজ সিঙ্ক করতে চান তা বাছাই করে নিতে পারবেন। অফলাইনে মেইল পাঠালে সে মেইল চলে যাবে নতুন ‘আউটবক্স’ ফোল্ডারে, ইন্টারনেট সংযোগ চালু হলেই মেইল চলে যাবে। তবে অফলাইন অপশন আন ইনস্টল করারও অপশন আছে।

সর্বশেষ খবর