ম্যালওয়্যার থেকে সাবধান থাকার কথা বারবার স্মরণ করিয়ে দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ব্যক্তিগত তথ্য চুরির সঙ্গে ফোনে ধীরগতি, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার পেছনে দায়ী ম্যালওয়্যার। ডার্কগেট, ইমোটেট ও লোকিবট সুপার ম্যালওয়্যার হিসেবে চিহ্নিত। রাশিয়ান বহুজাতিক সাইবার নিরাপত্তা ও অ্যান্টিভাইরাস সেবাদাতা ক্যাসপারস্কি প্রকাশিত রিপোর্টে বিশেষ তিনটি সুপার ম্যালওয়্যারের কথা বলেছে, যা স্বয়ংক্রিয়ভাবে তথ্য (ডেটা) চুরি করার জন্য বিশেষভাবে পরিচিত। সুপার ম্যালওয়্যারের হাত থেকে বাঁচতে হলে তাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। ম্যালওয়্যার আক্রমণের কারণে স্মার্টফোনে ধীরগতি নজরে আসে। কারণ ছাড়াই ডিভাইসের চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে। স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত গরম হতে পারে ডিভাইসটি। এ বিষয়গুলো খেয়ালে রাখতে হয়।