শিরোনাম
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভিয়েতনামে গুগলের বৃহৎ ডাটা সেন্টার!

ভিয়েতনামে গুগলের বৃহৎ ডাটা সেন্টার!

ভিয়েতনামে বৃহদাকার ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা করছে গুগল। ডাটা সেন্টারটি স্থাপন করা হলে এটিই হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কোনো মার্কিন টেক কোম্পানির প্রথম বিনিয়োগ। সূত্র থেকে জানা গেছে, ডাটা সেন্টারটি দক্ষিণ ভিয়েতনামের অর্থনৈতিক হাব হো চি মিন সিটির কাছে স্থাপন করা হতে পারে। তবে এটি তৈরিতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ হবে, তা এখনো সুনির্দিষ্ট হয়নি। ভিয়েতনাম এখন পর্যন্ত ডাটা সেন্টারের নির্মাণে পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি। দেশটির অপ্রতুল অবকাঠামোর কারণে বড় টেক কোম্পানিগুলো এশিয়ার অন্য দেশগুলোয় তাদের ডাটা সেন্টার স্থাপন করতে পছন্দ করে। এ অবস্থায় গুগলের বিনিয়োগ ভিয়েতনামের জন্য বড় সুযোগ। গুগল কীভাবে দ্রুত এ বিনিয়োগের সিদ্ধান্ত নেবে, তা স্পষ্ট নয়। তবে সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ আলোচনা চলছে এবং ২০২৭ সালের মধ্যে ডাটা সেন্টারটি প্রস্তুত হতে পারে।

সর্বশেষ খবর