সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ডায়াবেটিস আছে কি না জানাবে এআই!

ডায়াবেটিস আছে কি না জানাবে এআই!

কণ্ঠ শুনে ডায়াবেটিস নির্ণয় করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)। একটি গবেষণায় দেখা গেছে, এআই প্রায় নির্ভুলভাবে টাইপ-২ ডায়াবেটিস আছে কি না সেটি জানিয়ে দিচ্ছে। গবেষণাটি করেছে আমেরিকান স্বাস্থ্য সংস্থা মায়োক্লিনিক। তাদের গবেষণায় দেখা গেছে, এআই ডায়াবেটিস ও নন-ডায়াবেটিসদের ভয়েস রিকগনিশন বা কণ্ঠ আলাদা করতে পারে। একদল গবেষক ভারতের ২৬৭ জন অংশগ্রহণকারীর ওপর গবেষণাটি করেছেন। একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট বাক্য দিনে সর্বোচ্চ ছয়বার করে দুই সপ্তাহ ধরে রেকর্ড করেছেন। মোট ১৮,৪৬৪টি রেকর্ডিং ধারণ করা হয়। প্রতিটি রেকর্ডিং থেকে ১৪টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বের করে তা বিশ্লেষণ করে এআই। সেই বিশ্লেষণের মাধ্যমে টুলটি টাইপ-২ ডায়াবেটিস আছে এবং নেই এমন ব্যক্তিদের মাঝে পার্থক্য করে। এ গবেষণাটি মায়োক্লিনিকের ‘ডিজিটাল হেলথ’-এ প্রকাশিত হয়েছে।

সর্বশেষ খবর