শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

কিউআর কোড স্ক্যানের আগে নিরাপত্তা নিশ্চিত করুন

টেকনোলজি ডেস্ক

কিউআর কোড স্ক্যানের আগে নিরাপত্তা নিশ্চিত করুন

কুইক রেসপন্স কোড (কিউআর কোড) এক ধরনের বারকোড, যার মাধ্যমে ওয়াইফাই কানেক্ট বা অ্যাকাউন্ট লগইন করাসহ নানা কাজে ব্যাপকভাবে ব্যবহার হয়। এগুলো সহজে তথ্য প্রদান করে এবং খুব বেশি জায়গা নেয় না, তবে অনেকেই কোড স্ক্যান করার সময় খুব একটা সতর্ক থাকেন না। তাই কোড স্ক্যানের আগে কিছু বিষয়ে সতর্ক হন।

♦  প্রথমে লক্ষ্য রাখবেন, কিউআর কোডের ওপর বা নিচে কোনো স্টিকার লাগানো আছে কিনা, যা প্রায়ই প্রতারণার ক্ষেত্রে হয়। যদি কিউআর কোডটি প্রিন্ট করে কোনো পৃষ্ঠায় লাগানো মনে হয়, তাহলে সতর্ক থাকুন।

♦  কোনো রেস্তোরাঁ বা দোকানে কিউআর কোড দেখে নকল মনে হলে, তবে কর্মীদের জিজ্ঞেস করে নিশ্চিত হতে হবে। অনলাইনের ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে হ্যাকাররা নকল ওয়েবসাইটে নিয়ে যেতে পারে বা ফিশিং ইমেইল পাঠাতে পারে। তাই কিউআর কোডের সোর্স যেমন প্রেরকের ইমেইল বা ওয়েবসাইট পরীক্ষা করে দেখতে হবে।

♦ এ ছাড়া নিজেকে সুরক্ষিত রাখতে ইউআরএল পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। প্রকৃত ব্যবসাগুলো সাধারণত তাদের ব্র্যান্ডের নামের সঙ্গে মিল রেখেই ডোমেইন নাম ব্যবহার করে। যদি ইউআরএল অস্বাভাবিক মনে হয়, তাহলে ক্লিক না করাই ভালো।

সর্বশেষ খবর