সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

চলে যাচ্ছে মাইক্রোসফটের পুরনো ‘কন্ট্রোল প্যানেল’

জনপ্রিয় উইন্ডোজ সফটওয়্যার থেকে চার দশকের পুরনো ফিচার মাইক্রোসফট বাদ যাচ্ছে। কোম্পানির সূচনালগ্ন থেকেই অপারেটিং সিস্টেমের দরকারি অংশ ছিল ফিচারটি। ‘উইন্ডোজ কন্ট্রোল প্যানেল’ ফিচারটি বন্ধ হবে

টেকনোলজি ডেস্ক

চলে যাচ্ছে মাইক্রোসফটের পুরনো ‘কন্ট্রোল প্যানেল’

জনপ্রিয় উইন্ডোজ সফটওয়্যার থেকে চার দশকের পুরনো ফিচার বাদ যাচ্ছে মাইক্রোসফট। কোম্পানির সূচনা লগ্ন থেকেই অপারেটিং সিস্টেমের দরকারি অংশ ছিল ফিচারটি। ‘উইন্ডোজ কন্ট্রোল প্যানেল’ ফিচারটি বন্ধ হবে এবং ‘সেটিংস অ্যাপ’ একে প্রতিস্থাপন করবে বলে জানিয়েছে সংস্থাটি। মাইক্রোসফট আরও জানিয়েছে, ‘এটি এমন একটি ফিচার, যা অনেক বছর ধরেই উইন্ডোজের অংশ।’ ১৯৮৫ সালে উইন্ডোজ চালুর পর থেকেই ‘কন্ট্রোল প্যানেল’-এ সফটওয়্যারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এটি ব্যবহারকারীদের বিভিন্ন অপশন, যেমন ডিসপ্লে, সময়, তারিখ ঠিকঠাক করার সুযোগ দিত। কন্ট্রোল প্যানেলের পরিবর্তে আসছে সেটিংস অ্যাপ, যা আরও আধুনিক ও সুবিন্যস্ত অভিজ্ঞতা দেবে। ফিচারটিকে ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমের স্নায়ু কেন্দ্র’ হিসেবে বর্ণনা করেছে প্রযুক্তি  ইতিহাস বিষয়ক সাইট ভার্সন মিউজিয়াম। বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে, বৈশ্বিক বাজারে উইন্ডোজের ৭৩ শতাংশ শেয়ার রয়েছে বলে উঠে এসেছে বাজার বিশ্লেষক কোম্পানি স্ট্যাটিস্তার তথ্যে। ৩৯ বছর বয়স নিয়ে, তথ্য যুগের অন্যতম দীর্ঘস্থায়ী ফিচারগুলোর একটি এই কন্ট্রোল প্যানেল। তবে, গত দশকে এর ভূমিকা ধীরে ধীরে কমেছে। এ পরিবর্তনের নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি মাইক্রোসফট। তবে, সেটি না হওয়া অবধি, ‘যখনই সম্ভব’ উইন্ডোজ ব্যবহারকারীদের সেটিংস অ্যাপ ব্যবহারে উৎসাহিত করছে কোম্পানিটি। 

সর্বশেষ খবর