শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শুক্র গ্রহের দাম ৮০ পয়সা!

শুক্র গ্রহের দাম ৮০ পয়সা!

শুক্র ও মঙ্গল গ্রহ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। গ্রহ দুটির তথ্য অনুসন্ধানে বিজ্ঞানীরা চালাচ্ছেন একের পর এক অভিযান। তাদের এ প্রচেষ্টা দেখে অনেকেই ভাবতে পারেন, নিশ্চয়ই গ্রহ দুটি মহামূল্যবান। কিন্তু অ্যাস্ট্রোফিজিস্ট গ্রেগ লাঘলিং যে তথ্য দিয়েছেন তাতে দেখা গেছে, গ্রহ দুটির আসলে কোনো  মূল্য নেই। গ্রেগ লাঘলিং বিভিন্ন গ্রহের বয়স, অবস্থা এবং খনিজ ইত্যাদির ভিত্তিতে দাম নির্ধারণ করেছেন। তার মতে, মঙ্গলের দাম ১৩ লাখ ৮৮ হাজার টাকা। আর শুক্রের দাম মাত্র ৮০ পয়সা। শুক্র হলো সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এ গ্রহটিকে অনেক সময় পৃথিবীর ‘বোন গ্রহ’ বলে আখ্যায়িত করা হয়। কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান ও আচার-আচরণে ব্যাপক মিল রয়েছে। বিজ্ঞানীরা বলেন, শুক্র গ্রহে বিশাল পাহাড়, সমতল ভূমি ও অনেক আগ্নেয়গিরি রয়েছে। আচ্ছা তাহলে পৃথিবীর দাম কত হতে পারে? এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে ট্রিহাগার ডটকম জানায়, পৃথিবীর দাম ১ লাখ ৩১ হাজার ৩১২ ট্রিলিয়ন ডলার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর