বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভয়েস ক্লোনিংয়ে বিপত্তি

টেকনোলজি ডেস্ক

এআই ভয়েস ক্লোনিং, যা ভয়েস সংশ্লেষণ বা ভয়েস ‘মিমিক্রি’ নামে পরিচিত। বলতে গেলে প্রযুক্তি, যা মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুনির্দিষ্ট ব্যক্তির কণ্ঠকে হুবহু নকল করে। প্রযুক্তিতে ব্যক্তির কণ্ঠস্বরের বৈশিষ্ট্য বিশ্লেষণে সুনির্দিষ্ট কণ্ঠের রেকর্ডিং করতে এআই রীতিমতো পারদর্শী। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারে ভারতের কয়েকটি প্রদেশে ব্যক্তির হাজার হাজার রুপি হাতিয়ে নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে। প্রতারিত ব্যক্তি প্রতারকের কাছ থেকে প্রথমে ফোনকল পায়। অবিকল তার বন্ধুর কণ্ঠে তার সঙ্গে কথা বলা হয়। জানানো হয়, ওই বন্ধু দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি। জরুরি প্রয়োজনে টাকা দরকার। প্রতারিত হওয়া ওই ব্যক্তি দ্রুতই টাকা পাঠিয়ে দেন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ব্যবহার করে।             

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর