বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ইন্টারনেট দুনিয়ায় নতুন সার্চ ইঞ্জিন!

ইন্টারনেট দুনিয়ায় নতুন সার্চ ইঞ্জিন!

গুগলের বাজার কি তবে শেষ? সেটা সময় বলবে। তবে এই মুহূর্তে গুগলকে টেক্কা দিতে বাজারে আসছে নতুন সার্চ ইঞ্জিন। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত সার্চ ইঞ্জিন নিয়ে আসছে স্যাম অল্টম্যানের ‘ওপেন এআই’। চ্যাটজিপিটির আদলে তারা বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন সার্চ ইঞ্জিন, যার নাম ‘সার্চজিপিটি’। খানিকটা চ্যাটজিপিটির আদলে বানানো হয়েছে এই সার্চ ইঞ্জিন। প্রস্তুতকারক সংস্থার দাবি এই সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে রিয়েল টাইম ডেটা দেখানো হবে। ওপেন এআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘ব্যবহারকারীরা কিছু সার্চ করলে, তাকে সাইটের লিঙ্কসহ সংক্ষিপ্ত বিবরণ দেবে ‘সার্চজিপিটি’। তার পরিপ্রেক্ষিতে ব্যবহারকারী নিজের প্রশ্ন রাখতে পারবেন। সার্চজিপিটি সেই প্রশ্ন অনুযায়ী তথ্য তুলে ধরবে ব্যবহারকারীর কাছে। আপাতত সার্চ ইঞ্জিনটি পরীক্ষামূলক স্টেজে রয়েছে। ‘সার্চজিপিটি’ সম্পর্কে ফিডব্যাক নেওয়ার জন্য এই মুহূর্তে অল্প সংখ্যক কিছু ব্যবহারকারী এবং পাবলিশার্সের জন্য এটি চালু করেছে।

সর্বশেষ খবর