বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

দৃশ্যমান ‘দ্বিতীয় চাঁদ’ কতদিন থাকবে?

দৃশ্যমান ‘দ্বিতীয় চাঁদ’ কতদিন থাকবে?

মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে ধরা পড়েছে ছোট একটি গ্রহাণু। এটিকেই বলা হচ্ছে ‘মিনি-মুন’ বা পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’। গত ২৯ সেপ্টেম্বর থেকে আগামী প্রায় দুই মাস এটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে। ‘দ্বিতীয় চাঁদ’ আগামী ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করে ফের নিজের কক্ষপথে চলে যাবে। নাসা সায়েন্স বলছে, ২০২৪ পিটি৫ নামের এই গ্রহাণুটিকে একটি অস্থায়ী ‘ছোট চাঁদ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, ‘প্রাকৃতিকভাবে গঠিত কোনো কাঠামো যদি কোনো গ্রহকে প্রদক্ষিণ করে’ তাহলে সেটিকে বিজ্ঞানে চাঁদ বলা হয়। সে হিসাবেই গ্রহাণুটিকে পৃথিবীর চাঁদ বলা হচ্ছে। তবে এটি খালি চোখে দেখা যাবে না। এটি দেখতে একটি সিসিডি বা সিএমওএস ডিজিটাল ডিটেক্টরের সঙ্গে যুক্ত ৩০ ইঞ্চি ব্যাসের টেলিস্কোপ দরকার হবে। এমনটা জানান, স্পেনের মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস। তিনি বলেন, এটি সূর্য থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে থাকবে। গত ৭ আগস্ট টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (এটিএলএএস) দিয়ে তারা গ্রহাণুটি আবিষ্কার করেন।

সর্বশেষ খবর