শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

মঙ্গলে মানুষ হবে সবুজ হারাবে দৃষ্টিশক্তি!

মঙ্গলে মানুষ হবে সবুজ হারাবে দৃষ্টিশক্তি!

অর্ধশতাব্দী আগেই চাঁদকে জয় করেছে মানুষ। এবার লক্ষ্য মঙ্গল। চলতি দশকের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কিন্তু মঙ্গলে মানুষের স্থায়ী বসবাস নিয়ে সতর্কবার্তা দিলেন এক জীববিজ্ঞানী। মঙ্গলে বসতি গড়া মানুষ হয়ে উঠবে সবুজ এবং হারাতে পারেন দৃষ্টিশক্তিও, এমনটাই জানিয়েছেন ড. স্কট সলোমন। নিজের বই ‘ফিউচার হিউম্যান্স’-এ তিনি দাবি করেন, মঙ্গলপৃষ্ঠের অবিশ্বাস্য রুক্ষ ও বিরূপ পরিবেশ মানুষের পক্ষে সেখানে বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ‘লাল গ্রহ’ নামে পরিচিত মঙ্গল গ্রহে বসবাসকারী মানুষ যদি সন্তানের জন্ম দেয় তাহলে সেই সন্তানরা পরবর্তীতে বিভিন্ন ধরনের কঠোর পরিব্যাপ্তি (মিউটেশন) এবং বিবর্তনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে। মানুষের দেহে পরিব্যাপ্তি বা মিউটেশনের অর্থ হচ্ছে কোষ জিনোমের ডিএনএ গঠনের স্থায়ী পরিবর্তন। তুলনামূলকভাবে কম মাধ্যাকর্ষণ শক্তি এবং উচ্চ বিকিরণের কারণে মঙ্গলে মানুষ এই ধরনের মিউটেশনের মধ্য দিয়ে যাবে। ফলে ত্বকের রং সবুজ, পেশি ও দৃষ্টিশক্তি দুর্বল এবং হাড় ভঙ্গুর হতে পারে। ড. সলোমনের ব্যাখ্যা অনুযায়ী মঙ্গলে মানুষের ভাগ্য অনেক বেশি অশুভ।

 

তথসূত্র : এনডিটিভি

সর্বশেষ খবর