শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

প্রাইভেসি বিবেচনায় পিছিয়ে ফেসবুক

প্রাইভেসি বিবেচনায় পিছিয়ে ফেসবুক

সম্প্রতি প্রাইভেসি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনকগনির এক গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ প্ল্যাটফরম ব্যবহারকারীর ডাটা সুরক্ষিত রাখার মানদন্ডে পিছিয়ে। সংস্থাটি ‘সোশ্যাল মিডিয়া প্রাইভেসি র‌্যাঙ্কিং ২০২৪’ প্রকাশ করেছে। এ গবেষণায় দেখা গেছে, ৮ দশমিক ৯ স্কোর নিয়ে সর্বনিম্ন প্রাইভেসি ঝুঁকিতে আছে রেডিট। ৯ দশমিক ৯৯ ও ১০ দশমিক ৪৯ স্কোর নিয়ে পরের দুটি অবস্থান দখল করেছে স্ন্যাপচ্যাট ও পিন্টারেস্ট। অন্যদিকে ১৮ দশমিক ৯৮ স্কোর নিয়ে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ফেসবুক। ঝুঁকি বিবেচনায় ১৬ দশমিক ৫১ ও ১৬ দশমিক ১৩ স্কোর পরের দুটি অবস্থানে মেসেঞ্জার ও লিংকডইন। গবেষণা বলছে, ব্যবহারকারীদের ডাটা সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এদিকে অ্যাকাউন্ট ডিলিট করার পরও দীর্ঘসময় ডাটা সংরক্ষণ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইউটিউব ও ডিসকর্ড। ফেসবুক জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন, ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট (সিসিপিএ) এবং এ ধরনের আইন লঙ্ঘন করেছে।

সর্বশেষ খবর