শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

দুর্বল হচ্ছে শিশুদের দৃষ্টিশক্তি!

দুর্বল হচ্ছে শিশুদের দৃষ্টিশক্তি!

বিশ্বজুড়ে দিন দিন শিশুদের দৃষ্টিশক্তি দুর্বল হচ্ছে। কাছের বস্তু দেখতে অসুবিধা না হলেও, দূরের ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। একে বলা হয় ‘মায়োপিয়া’। এ সমস্যার মূলে রয়েছে- ‘বাড়তি স্ক্রিনটাইম’। সম্প্রতি ব্রিটিশ জার্নাল অব অফথালমোলজিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, গত কয়েক বছরে আরও বেশিসংখ্যক শিশু মায়োপিয়া সমস্যায় ভুগছে। গবেষকরা বলেছেন, মোবাইল, টেলিভিশন, ভিডিও গেমের মতো দৃষ্টির কম দূরত্বের কর্মকান্ডের জন্য সমস্যাটি বেড়েছে। বিশেষ করে ‘কভিড-১৯’ মহামারি সময় থেকে শিশুদের স্ক্রিনটাইন অনেক বাড়ে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ছয় উপমহাদেশের ৫০টি দেশের ৫০ লাখের বেশি শিশু ও কিশোরের মধ্যে গবেষণা করা হয়। এতে দেখা যায়, বিভিন্ন জনগোষ্ঠীর শিশু ও কিশোরের প্রায় এক-তৃতীয়াংশই মায়োপিয়ায় ভুগছে। আগামী ২৫ বছরে তা আরও ৯ শতাংশ বাড়তে পারে। ২০৫০ সাল নাগাদ মায়োপিয়ায় আক্রান্তের সংখ্যা ৭৪ কোটি ছাড়িয়ে যেতে পারে। আক্রান্তের দিক থেকে যথাক্রমে এগিয়ে আছে জাপান, কোরিয়া ও রাশিয়া।

সর্বশেষ খবর