২০২৫ সালের শুরুর দিকে বাজারে আসতে পারে এআই ফিচারসহ ‘আইফোন এসই ৪’। গুজব রয়েছে যে, প্রযুক্তির বাজারে এ ফোন বড় ধাক্কা দিতে পারে। আইফোন ১৬ সিরিজের ফোন বাজারে আসার পাশাপাশি আইফোন এসই সিরিজের প্রতি পরবর্তী প্রজন্মের আগ্রহ বাড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অন্তত তিনটি কারণে আইফোনের এ মডেল প্রযুক্তির বাজারে সাফল্য পেতে পারে। সম্ভবত এ মডেলটি তার পূর্বসূরি ‘আইফোন এসই ৩’-কে ছাড়িয়ে গেছে। যদিও সে মডেলটি, তার পুরনো ডিজাইনের জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল। তাহলে দেখা যাক- কেন ‘আইফোন এসই ৪’ সম্ভবত অ্যাপলের সবচেয়ে সফল ফোন হতে পারে।
এআই ফিচারসমৃদ্ধ ফোনের সম্ভাব্য মূল্য
আইফোনের অন্যান্য মডেলের থেকে ‘আইফোন এসই ৪’ আলাদা হওয়ার অন্যতম কারণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার সংবলিত মডেলটির সম্ভাব্য মূল্য। বলা হচ্ছে, অনেকটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এসই সিরিজের ফোন। অ্যাপল যদি এসই সিরিজে এআই ফিচার যুক্ত করে তাহলে বিশ্লেষকদের মতে, এর দাম ৫০০ মার্কিন ডলারের কম রাখা হতে পারে। ফলে এটি বেশ ব্যবসা সফল হবে। যা শুধু ক্রেতাদের আকৃষ্টই করবে না, বরং দামি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো থেকে ক্রেতারা দূরে সরে আসবে।সাশ্রয়ী মূল্যে আধুনিক ডিজাইন
‘আইফোন এসই ৪’ বাজারে সফল হওয়ার সবচেয়ে আকর্ষণীয় কারণগুলোর মধ্যে একটি হলো-এর প্রত্যাশিত আধুনিক ডিজাইন। রিপোর্ট অনুসারে, নতুন এসই ফোনগুলো আইফোন ১৪ এবং আইফোন ১৫ মডেলের আদলে নির্মাণ করা হবে। এ ক্ষেত্রে আইফোন এক্সের আগের মডেলের ডিজাইনের বদলে সাম্প্রতিক মডেলের মতো করে একে তৈরি করা হবে। এমনকি, এতে ৬.১ ইঞ্চির ওলেড স্ক্রিনও থাকতে পারে।
তথসূত্র : হ্যান্স ইন্ডিয়া