বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

প্রতারণা রোধে গুগলের ‘চেক মার্ক’ পরীক্ষা

প্রতারণা রোধে গুগলের ‘চেক মার্ক’ পরীক্ষা

ভুয়া ওয়েবসাইটে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের মাধ্যমে বিশ্বের নামি ব্র্যান্ডগুলো প্রায়শই ক্ষতিগ্রস্ত হয়। ফলে সাধারণ ব্যবহারকারীরাও হন প্রতারণার শিকার। এর সমাধান হিসেবে নতুন উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সম্প্রতি নিজেদের সার্চ রেজাল্ট পেজে গুগল ‘চেকমার্ক’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। ফলে এখন থেকে গুগলের সার্চ রেজাল্ট পেজে নির্দিষ্ট কিছু সাইটের নামের পাশে দেখা যাবে ‘ব্লু চেকমার্ক’-যার অর্থ হচ্ছে এই সাইটগুলো ‘গুগল ভেরিফায়েড’। ফলে ব্যবহারকারীরা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারবে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছে, ‘অনলাইনে ক্রেতাদের বিশ্বস্ত ব্যবসাগুলো শনাক্ত করতে আমরা নিয়মিতই বিভিন্ন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকি এবং আমরা বর্তমানে ছোট একটি পরীক্ষা করছি যার অধীনে গুগলে (সার্চ রেজাল্ট পেজে) নির্দিষ্ট কিছু ব্যবসার পাশে চেকমার্ক দেখানো হচ্ছে।’ গুগল ইতোমধ্যেই প্রতারণামূলক কনটেন্ট আছে এমন সাইট শনাক্ত এবং সেগুলোকে সার্চ রেজাল্টে প্রদর্শন করা থেকে বিরত রাখতে স্বয়ংক্রিয় (অটোমেটেড) সিস্টেম ব্যবহার করছে।

সর্বশেষ খবর