শিরোনাম
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

গুগল ম্যাপে এআই ফিচার, ব্যবহারকারীদের জন্য থাকছে নতুন যে অভিজ্ঞতা

গুগল ম্যাপে এআই ফিচার, ব্যবহারকারীদের জন্য থাকছে নতুন যে অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) ট্রেন্ড নিয়ে ব্যস্ত প্রযুক্তি বিশ্ব। অন্য সবার মতো এআই প্রযুক্তির উৎকর্ষতার লক্ষ্যে বড় অঙ্কের অর্থ নিয়েই মাঠে নেমেছে গুগলও। সম্প্রতি গুগল ম্যাপেও দারুণ এআই ফিচার যুক্ত করেছেন তারা।

 

চলতি বছরের ‘গুগল ফর ইন্ডিয়া’ ইভেন্টে ভারতের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপে বেশ কিছু এআই ফিচার যুক্ত করছে মার্কিন প্রতিষ্ঠানটি। ফলে সার্চ অনুযায়ী রিভিউ বিশ্লেষণ করে সামারি তৈরি করা, আবহাওয়ার অ্যালার্ট দেওয়া এবং সার্চ রেজাল্টে ইমেজ বা ছবিকে প্রাধান্য দেওয়াসহ গুগল ম্যাপসে ব্যবহারকারীদের বেশ কিছু নতুন অভিজ্ঞতা প্রদান করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এবার থেকে গুগল ম্যাপসে নির্দিষ্ট একটি অঞ্চলের হোটেল-রেস্টুরেন্ট, পিকনিক স্পটের মতো বিভিন্ন সার্ভিস নিয়ে সার্চ করলে এআই ওই অঞ্চলের সার্ভিসগুলোর ইউজার-জেনারেটেড রিভিউ বিশ্লেষণ করে তার ভিত্তিতে রেজাল্ট তৈরি করে দেবে। পাশাপাশি সার্চ রেজাল্টে এখন থেকে ‘ইমেজ-ফার্স্ট’ নীতিও অনুসরণ করতে যাচ্ছে গুগল ম্যাপ। অর্থাৎ কোনো সার্ভিস সম্পর্কে সার্চ করলে রেজাল্টে ওই সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ছবি প্রদর্শনকে অগ্রাধিকার দেওয়া হবে। সার্ভিসের পরিবর্তে যদি কোনো স্থান, বস্তু বা কোনো অনন্য অভিজ্ঞতা (ইউনিক এক্সপেরিয়েন্স) নিয়ে সার্চ করা হয় সে ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করবে গুগল ম্যাপস। সার্চের ক্ষেত্রে নির্দিষ্ট লেবেল বা বিবরণ যুক্ত করতে গুগল তাদের ইমেজ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে। গুগল আরও জানিয়েছে, কুয়াশা বা বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে অপেক্ষাকৃত কম-দৃশ্যমান অঞ্চলগুলোর জন্য নতুন আবহাওয়া সতর্কতাও প্রদান করবে গুগল ম্যাপ। চলতি মাসের শেষের দিকে গুগল ম্যাপের এআই ফিচারগুলো ভারতের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এআইভিত্তিক রিভিউ সামারি ফিচারটি অবশ্য চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই আমেরিকাতে ব্যবহার করা যাচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানের সামারি তৈরির ফিচারটি গুগলের প্রতিযোগী ইয়েল্পও আমেরিকাতে নিয়ে এসেছে। উল্লেখ্য, চলতি বছরের জুলাইতে গুগল ভারতকেন্দ্রিক বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে তাদের গুগল ম্যাপ সার্ভিসে। ফলে আগের চেয়ে ভালো নেভিগেশন সম্পর্কিত তথ্য দিচ্ছে গুগল ম্যাপ।

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর