প্রযুক্তি বিশ্বে নতুন ট্রেন্ড কী? এর উত্তরে সবার ওপরেই থাকবে ‘এআই’ এবং ‘শর্ট ভিডিও’র অবস্থান। বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া- মেটার প্ল্যাটফরম ফেসবুকও উপলব্ধি করতে পারছে এই ট্রেন্ড। সম্প্রতি একদিকে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা নতুন একটি ‘এআই’ মডেল নিয়ে আসার ঘোষণা দেয়। অন্যদিকে ফেসবুক জানায়, তরুণদের (জেন-জি) আকৃষ্ট করতে তারা অচিরেই নিয়ে আসছে দুটি নতুন ‘ট্যাব’ ও একটি আপডেটেড ভিডিও ট্যাব। অস্টিনে আয়োজিত এক ইভেন্টে ফেসবুক নতুন দুটি ট্যাব নিয়ে আসার ঘোষণা দেয়। ‘লোকাল’ ও ‘এক্সপ্লোর’ নামের এই ট্যাব দুটি বর্তমানে নির্দিষ্ট কয়েকটি শহর ও মার্কেটে পরীক্ষাধীন আছে। মূলত প্ল্যাটফরমের বিভিন্ন অংশ থেকে কনটেন্ট সংগ্রহ করে এক জায়গায় দেখানোর উদ্দেশ্যেই এই ট্যাব দুটি নিয়ে আসতে যাচ্ছে ফেসবুক। ‘লোকাল’ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীদের স্থানীয় ইভেন্ট, কমিউনিটি গ্রুপ ও বিক্রয়ের জন্য স্থানীয় পণ্য উপস্থাপন করা হবে। অন্যদিকে ‘এক্সপ্লোর’ ট্যাব ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহের ওপর ভিত্তি করে কনটেন্ট প্রদর্শন করবে।