জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ভিডিও কলে যুক্ত হলো নতুন দুটি ফিচার- এক. ব্যাকগ্রাউন্ড এবং দুই. ফিল্টার। ভিডিও কলে কথা বলার সময় চাইলেই এখন পছন্দমতো ফিল্টার যুক্ত করা যাবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে ব্যাকগ্রাউন্ডও। ভিডিও যোগাযোগ সেবা খাতে ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার ফিচার দুটি নতুন কিছু নয়। গুগল মিট ও জুমের ভিডিও কলিং সেবায় অনেক দিন ধরেই বিদ্যমান এই দুটি ইফেক্ট। অবশেষে অফিশিয়াল ব্লগপোস্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার ফিচার দুটি ভিডিও কল সার্ভিসে যুক্ত করার কথা জানায়। ১০টি ফিল্টার ও ১০টি ব্যাকগ্রাউন্ড অপশন থেকে রুচি এবং পছন্দ অনুযায়ী ব্যবহারকারীরা বেছে নিতে পারেন যে কোনো ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড। ফিল্টার ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী ভিডিও কলে মজার একটি আবহ তৈরি করতে পারেন। চাইলে আবার ব্যাকগ্রাউন্ড ঝাপসা বা ব্লার করেও দেওয়া সম্ভব। অন্যদিকে ব্যাকগ্রাউন্ড ফিচারটির কল্যাণে ব্যবহারকারী নিজের প্রাইভেসি রক্ষা করে ভিডিও বার্তালাপ চালিয়ে যেতে পারেন।