মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ময়মনসিংহ-ঢাকা রেলপথে আসন সংকট

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলোতে তীব্র আসন সংকট। আগের মতো শিডিউল বিপর্যয় না থাকলেও আসন সংকটে অতিষ্ঠ রেলযাত্রীরা। প্রতিদিন ঢাকার জন্য ৫০৯টি আসন বরাদ্দ থাকলেও চাহিদা রয়েছে প্রায় ৯০০-এর মতো। ফলে অনেকেই আসনবিহীন টিকিট নিয়ে ছুটছেন ঢাকার উদ্দেশে। কেউ কেউ যাচ্ছেন বিকল্পপথে।

ট্রেনের যাত্রীরা জানান, সড়কপথের তুলনায় রেলের ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হওয়ায় বেশির ভাগ মানুষ ট্রেনেই যাতায়াত করেন। কিন্তু ট্রেনে অধিকাংশ সময়ই প্রয়োজনীয় আসন না থাকায় টিকিট পাওয়া যায় না। রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের তুলনায় আসন সংখ্যা কম বলেই এ সমস্যা হচ্ছে।

 

ট্রেনের নিয়মিত যাত্রী প্রণোজিৎ দে শুভ বলেন, ‘অনেক মানুষ বেশিরভাগ সময়ই টিকিট না পেয়ে আসনবিহীন টিকিট কেটেও গন্তব্যে যাচ্ছেন। তবে আসনসংখ্যা কম থাকায় সবচেয়ে ঝামেলায় পড়ছেন মহিলা ও শিশুরা।’

ময়মনসিংহ রেলস্টেশনের ট্রাফিক বিভাগ জানায়, যমুনা, ব্রহ্মপুত্র, হাওর, তিস্তা এবং অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল করে। তন্মধ্যে যমুনা ১০৭টি, ব্রহ্মপুত্র ও হাওরে ৭২টি, তিস্তায় ১৫৪টি এবং অগ্নিবীণায় ১০৪টি আসন রয়েছে। যাত্রীদের তুলনায় পাঁচটি আন্তনগর ট্রেনে আসনসংখ্যা প্রায় অর্ধেক হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটিতেও রয়েছে আসন সংকট। এখানে বরাদ্দ রয়েছে মাত্র ২৬৪টি আসন। নির্ধারিত যাত্রার একদিন আগে এলেও মেলে না আসনসহ টিকিট। এমনকি এত লম্বা দূরত্বের জন্য নেই কোনো এসি কোচ। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক আবু তাহের বলেন, ‘চাহিদার তুলনায় বর্তমানে আসন সংকট রয়েছে। আমরা আসন বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

সর্বশেষ খবর