মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্থায়ী হয়নি রাসিকের অস্থায়ী বিপণিবিতান

ষকাজী শাহেদ, রাজশাহী

স্থায়ী হয়নি রাসিকের অস্থায়ী বিপণিবিতান

রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকায় লোকনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর বিপণিবিতান নির্মাণ করছে সিটি করপোরেশন। সরু রাস্তার পাশে বিপণিবিতান নির্মাণ করায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও পথচারীরা। ২০১২ সালে বিপণিবিতানগুলো নির্মাণের সময় বলা হয়েছিল ওই ব্যবসায়ীদের অন্যত্র পুনর্বাসন করা হবে। এরপর রাস্তাটি আবার চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিন বছরেও সেই উদ্যোগ নেওয়া হয়নি। রাজারহাতা লোকনাথ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় ৮০০। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়েই যাওয়া এই রাস্তার পার্শ্ববর্তী রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যবহার করে। বিপণিবিতাণগুলো রাজশাহী সিটি সেন্টার ও রাজশাহী আঞ্চলিক শিক্ষা কার‌্যালয়ের কাছে। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে বিপণিবিতান করায় রাস্তায় যান চলাচল কঠিন হয়ে পড়েছে। রাজশাহীর সংস্কৃতিকর্মী রাশেদ আরেফিন বলেন, সাহেববাজার এলাকায় যানজটের সময় এই রাস্তাটি মানুষ বাইপাস হিসেবে ব্যবহার করে। বাজার বসানোর কারণে রাজশাহী কলেজিয়েট স্কুলের পূর্ব পাশের রাস্তায় সারা দিন পথচারী ও যানবাহন চলতে পারে না। নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, নগরীর আরডিএ মার্কেটের মুড়িপট্টিতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানকার ব্যবসায়ীদের সাময়িকভাবে পুনর্বাসনের জন্য ওইসব দোকানঘর করে দেওয়া হয়েছে। ওই মার্কেটের কাজ শেষ হলেই তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর