মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিটির সড়ক প্রশস্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

সিটির সড়ক প্রশস্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা সিটির সড়ক ও ড্রেন প্রশস্ত করতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বিশ্বব্যাংক ও জাপানি সহায়তা সংস্থা জাইকার অর্থায়নে এসব উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। প্রায় ৯১ কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ করা হচ্ছে। নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর-রানীর বাজার-ধর্মপুর চৌমুহনী, ধর্মপুর চৌমুহনী হতে ভিক্টোরিয়া ডিগ্রি শাখা হয়ে দৌলতপুর কোটবাড়ী সড়ক। চর্থা চৌমুহনী হতে বড় পুকুরপাড় হয়ে ইপিজেড সড়ক, মোগলটুলী শাহ সুজা মসজিদ সড়ক, অতিন্দ্রসড়ক হতে হীরাপুর চৌমুহনী পর্যন্ত, কাঁসারিপট্টি ড্রেন মেরামত, চৌয়ারা বাজার সংলগ্ন সড়ক। ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক, বাদুড়তলা সড়ক, পার্ক রোড, ঈদগাহ রোড, কান্দিরপাড় হতে ঝাউতলা-বাদুড়তলা-পুলিশ লাইন পর্যন্ত সড়ক। এয়ারপোর্ট সড়ক, লাকসাম রোড হতে কচুয়া চৌমুহনী, নোয়াগাঁও চৌমুহনী, ইয়াছিন মার্কেট, উনাইসার সড়ক। সংরাইশের প্রধান সড়ক, সুজানগর চৌমুহনী হতে জগন্নাথপুর রথ রোড, সুজানগর চৌমুহনী হতে সেনিটারি ল্যান্ড ফিল্ড পর্যন্ত বিবিরবাজার সড়ক, নূরপুর হাউজিং সড়ক, রথ রোড হতে গোবিন্দ পুকুরপাড় হয়ে ঢাকা-চট্টগ্রাম সড়ক পর্যন্ত সড়ক। গাংচর সড়ক, চকবাজার শাপলা মার্কেট আমির দিঘিরপাড়স্থ সড়ক, কুমিল্লা হাইস্কুল হতে জজকোর্টের পূর্বদিকে কাপ্তানবাজার পাক্কার মাথা পর্যন্ত সড়ক ও ড্রেন, গোয়ালপট্টি সড়ক ও ড্রেন। ঠাকুরপাড়া নাছির মিয়াজী সড়ক ও ড্রেন, কুমিল্লা বিসিক এলাকার সড়ক ও ড্রেন, ঠাকুরপাড়া মদিনা মসজিদ সড়ক, বাগিচাগাঁও নিলয় সোসাইটির সড়ক ও ড্রেন। ভাটপাড়া-বিষ্ণুপুর গাংগাইল সড়ক ও ড্রেন, ছোটরা সিমিটারি সড়ক ও ড্রেন, ছোটরা ভূমি অফিস হতে ছোটরা কালিয়াজুরী সড়ক-আইন উদ্দিন শাহ মাজার-কালিয়াজুরী পাক্কার মাথা পর্যন্ত সড়ক ও ড্রেন, মালেকা মমতাজ স্কুল সংলগ্ন সড়ক, চিড়িয়াখানার পেছনের সড়ক ও ড্রেন, জংলীবিবি মসজিদ সংলগ্ন সড়ক ও ড্রেন। দক্ষিণ চর্থা সড়ক ও ড্রেন, লুত্ফুন্নেছা স্কুল-মনুমিয়া চেয়ারম্যানবাড়ী সড়ক ও ড্রেন, তালতলা চৌমুহনী হতে বড় পুকুরপাড় সড়ক ও ড্রেন মেরামত, কাটাবিল সড়ক ও ড্রেন, জানুমিয়া মসজিদ সংলগ্ন প্রফেসরপাড়া সড়ক ও ড্রেন, মুরাদপুর-উপজেলা সড়ক ও ড্রেন। উক্ত সড়ক ও ড্রেনের অধিকাংশগুলোর সংস্কার কাজ চলছে। বাকি কাজ ফেব্রুয়ারিতে সম্পন্ন হবে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মেয়র মনিরুল হক সাক্কু বলেন, নগরীর অধিকাংশ রাস্তা দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে।

সর্বশেষ খবর