মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আরডিএ’র অনুমোদন নেই রাসিক ভবনের

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বহুতল নগর ভবন নির্মাণ হচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদন ছাড়াই। ১৯৯৫ সালে ভবনটি নির্মাণ শুরুর সময় আরডিএ’র অনুমোদন নেওয়া হয়নি। ২০১৩ সালে দ্বিতীয় দফায় ভবনটি উন্নীতকরণের কাজের অনুমোদন নেওয়ার প্রয়োজন মনে করেনি রাসিক। আরডিএ’র অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ জানান, নগর ভবনটি নির্মাণে তারা কোনো অনুমোদন নেয়নি। রাসিক সূত্র জানায়, নগরীর কাদিরগঞ্জ এলাকায় বহুতল নগর ভবন নির্মাণ কাজ শুরু করেন তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু। পাঁচতলা ভবনটির নির্মাণ কাজ শেষে ১৯৯৯ সালে সেটি উদ্বোধন করা হয়। তবে নগরীর মধ্যে বহুতল ভবন নির্মাণে আরডিএ’র কাছ থেকে নকশা অনুমোদন নেওয়ার নিয়ম থাকলেও রাসিক তা মানেনি। ২০১৩ সালে নগর ভবনটি পাঁচতলা থেকে ১০তলা করার সিদ্ধান্ত হয়। ১৫ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। এখনো সেই কাজ চলছে। তবে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি টাকার কাছাকাছি। আরডিএ’র একাধিক কর্মকর্তা জানান, ক্ষমতাসীন দলের নেতারা মেয়র হওয়ায় ভবনটি নির্মাণে কখনো আইন মানা হয়নি। প্রকল্পের অধীনে বাস্তবায়ন কার্যক্রম দেখিয়ে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক।

সর্বশেষ খবর