মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

লালবাগে ময়লা ও আবর্জনার স্তূপ

বাদল নূর

লালবাগে ময়লা ও আবর্জনার স্তূপ

রাজধানীর লালবাগ এলাকার সেকশন পুলিশ ফাঁড়ি সংলগ্ন সড়কে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। এতে পথচারী ও নগরবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আশপাশের দোকানি এবং এলাকাবাসীর অভিযোগ, বাসাবাড়ি থেকে ফেলে রাখা এসব ময়লা সরিয়ে নিতে সংশ্লিষ্টরা যথাযথ ভূমিকা রাখছে না। ফলে দীর্ঘ সময় জমে থাকা পচে যাওয়া ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। এখানে যাত্রীরা দুর্গন্ধ ময়লার পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন বাসের অপেক্ষায়। এ চিত্র প্রতিনিয়তই দেখা যাচ্ছে এই সড়কে। এ ব্যাপারে অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনগণকে সচেতন হতে হবে। সিটি করপোরেশনের জনবল বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, বাসাবাড়ির ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। দুই সিটি করপোরেশনই চেষ্টা করছে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। নগর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। ঢাকাবাসীকে তাদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন, যারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে না তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। জনগণ সচেতন না হলে এবং সিটি করপোরেশনকে সহযোগিতা না করলে শহর পরিষ্কার রাখা যাবে না। তিনি বলেন, সিঙ্গাপুরসহ বিভিন্ন রাষ্ট্রে দেখা গেছে, সে দেশের জনগণ সচেতন বলে তাদের শহর পরিষ্কার- পরিচ্ছন্ন। সরেজমিন ঘুরে দেখা গেছে, সেকশন পুলিশ ফাঁড়ির পাশের সড়কে ময়লার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। বাসু মিয়া নামে এক যাত্রী বলেন, এটি অমানবিক। এভাবে সড়কে ময়লা রাখা কোনো সভ্য দেশের রীতি হতে পারে না। তিনি বঙ্গ মার্কেটে একটি দোকানে চাকরি করেন। ওই এলাকার দোকানি বাবুল হোসেন বলেন, ময়লার গন্ধে কাস্টমার দোকানে দাঁড়ায় না। দুর্গদ্ধের কারণে অধিকাংশ সময় দোকান বন্ধ রাখতে হয়। ডাস্টবিন ভরে ময়লা সড়কে নেমে পড়ছে। পরিচ্ছন্ন কর্মীরা সময়মতো ময়লা সরিয়ে না নেওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়।

সর্বশেষ খবর