মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মৌচাক-মালিবাগ সড়ক কাদাপানিতে একাকার

বাদল নূর

রাজধানীর মৌচাক-মালিবাগ সড়কে কাদাপানি। সেই সঙ্গে রয়েছে তীব্র যানজট। যানবাহন আটকে থাকায় যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। মৌচাক, মালিবাগ ও মগবাজার এলাকার রাস্তার অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ফ্লাইওভারের নির্মাণ কাজের ধীরগতির জন্য এ রাস্তা দিয়ে এখন জনসাধারণের চলাচল অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। তবুও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করছে। রাস্তা পার হতে গিয়ে অনেকের গাড়ির চাকার পানিতে শরীর ভিজে যাচ্ছে। রাস্তা পার হতে গিয়ে কেউ কেউ পড়ছেন বিপাকে। রীতিমতো ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে পথচারীদের। এ ব্যাপারে পথচারী রায়হান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ সড়কের বেহাল দশার কথা তুলে ধরে বলেন, রাস্তায় পানি জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ার জন্য ওয়াসা এবং ফ্লাইওভার নির্মাণকাজে জড়িতরা দায়ী। দ্রুত এ সমস্যা সমাধান করা প্রয়োজন। সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়া উচিত।

গতকাল ওই এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কটি কাদাপানি ও খানাখন্দকে ভরা।

এ ছাড়াও মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণকাজ চলায় এ এলাকার বেশ কয়েকটি রাস্তার অবস্থা বেহাল। তাই এ এলাকার রাস্তাগুলোতে সবসময় যানজট লেগেই থাকে। ফলে যানজট ছড়িয়ে পড়ে বিভিন্ন সড়কে। যানজট শান্তিনগর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ফ্লাইওভারের নির্মাণ কাজ চলাতে এ এলাকায় গাড়ি যেন থেমে আছে। অধিকাংশ যানবাহন এসব এলাকা এড়িয়ে চলে। পানি শুধু সড়কেই নয়, বিভিন্ন জায়গায় ফুটপাথেও পানি উঠে একাকার হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন অফিস-আদালতে যাওয়া মানুষ।

সর্বশেষ খবর