মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
মৃত্যুফাঁদ

যাত্রাবাড়ী-কাজলা মহাসড়ক মৃত্যুফাঁদ

আলী রিয়াজ

যাত্রাবাড়ী-কাজলা মহাসড়ক মৃত্যুফাঁদ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে কাজলা ১ কিলোমিটার রাস্তা। ফ্লাইওভারের নিচে এই সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় এক বছর ধরে সড়কের উভয় পাশে বিশাল গর্ত। এ গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সরেজমিন দেখা গেছে, যাত্রাবাড়ী মোড় থেকে কিছু দূর এগোলে রাস্তার উত্তর পাশে মাছের আড়ত। এ আড়তের পানিতে পুরো রাস্তা সয়লাব। সঙ্গে যুক্ত হয় বৃষ্টির পানি। ফলে হাঁটুসমান পানিতেই চলাচল করতে হয়। দুর্ভোগ আরও বাড়িয়েছে রাস্তার কাজের জন্য কয়েক মাস আগে শুরু হওয়া খোঁড়াখুঁড়ি। পুরো সড়কের মাটি খুঁড়ে রাখা হয়েছে। গাড়ি চলাচলের জন্য ফ্লাইওভার লাগোয়া কয়েক ফুট রাস্তা রাখা হয়েছে। মাছের আড়তের পচা পানিতে সয়লাব হওয়ায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ। এ ছাড়া সেখানে যানজটে আটকে ১ কিলোমিটার রাস্তা যেতে ১ ঘণ্টার বেশি লাগে। গাড়িগুলো ওই ভাঙা গর্ত পাড়ি দিয়েই চলাচল করে। বিশাল গর্ত থাকায় প্রতিদিন কোনো কোনো দুর্ঘটনা ঘটছেই। সড়কের উল্টো পাশে কাজলা থেকে ফ্লাইওভার শুরু হয়েছে, সেখান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সড়কেরও একই অবস্থা। বিশেষ করে কুতুবখালী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো রাস্তায় বড় বড় গর্ত।

এজন্য এলাকার মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। বিষয়টি নিয়ে ওই এলাকার কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, ‘সিটি করপোরেশনের হাতে কিছু নেই। কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। ফলে আমরা কিছু করতে পারছি না।’

সর্বশেষ খবর