শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সিসিকের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল!

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিসিকের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল!

সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল রয়েছে। এগুলোর সঠিক কোনো তালিকা নগর ভবনেও নেই। তবে তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বেদখল হয়ে থাকা নিজেদের সম্পত্তি উদ্ধারের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে সিসিক। সেই প্রচেষ্টায় কয়েক কোটি টাকার ভূমি উদ্ধার করা হয়েছে।

সিসিক সূত্র জানায়, নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের মালিকানাধীন সম্পত্তি রয়েছে। সান্ধ্যবাজার, কিচেন মার্কেট, কাঙ্গালি মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটও রয়েছে সিসিকের। সিসিকের আয়ের একটি অংশ আসে এসব মার্কেট থেকে। তবে নিজেদের আয় আরও বাড়াতে চায় সিসিক। এজন্য বেদখল হয়ে থাকা সম্পত্তি উদ্ধারে তৎপর তারা।

জানা যায়, তিন যুগ পর সম্প্রতি সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় সিটি করপোরেশনের মালিকানাধীন ৮ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। স্থানীয় হায়দার বখত চৌধুরীসহ একটি গ্রুপ এ জায়গাটি দখল করে রেখেছিল। উদ্ধার করা জায়গায় একটি রেস্ট হাউস নির্মাণ করছে সিসিক। নগরীর আম্বরখানা পয়েন্টে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৮ শতক জায়গাও কিছুদিন আগে উদ্ধার করা হয়।

সিলেট নগরীতে নিজেদের মালিকানাধীন স্থাবর-অস্থাবর সব সম্পত্তির তালিকা তৈরি করছে সিটি করপোরেশন। পূর্ণাঙ্গ তালিকা তৈরির পর বেদখল হয়ে থাকা সব সম্পত্তি উদ্ধার অভিযানে নামবে সিসিক। সম্প্রতি মেয়র আরিফুল হক চৌধুরী সিসিকের বাজেট বক্তৃতায়ও বিষয়টি উল্লেখ করেন।

এ বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্য হচ্ছে, নগর ভবনের মালিকানাধীন স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা যথাযথভাবে করা হয়নি। অবৈধভাবে দখলকৃত সম্পত্তি উদ্ধারেও অতীতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এসব সম্পত্তি উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। এক্ষেত্রে কিছু সফলতাও এসেছে। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে সিটি করপোরেশনের মালিকানাধীন অনেক জায়গা বেদখল হয়ে আছে। কোনো কোনো জায়গা নিয়ে মামলাও চলছে। এসব জায়গা উদ্ধারে আমরা তৎপর রয়েছি।

সর্বশেষ খবর